স্ত্রীর সঙ্গে ড. মাহাথিরের খুনসুটির ভিডিও ভাইরাল, দেখে মুগ্ধ নেটিজেনরা

১ দিন আগে
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এবং তার স্ত্রী ড. সিতি হাসমার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বামী-স্ত্রীর খুনসুটির ভিডিওটি দেশবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) মাহাথির তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। ক্যাপশনে লেখেন ‘উইকেন্ড ক্রুজিং’।ভিডিওটিতে দেখা যায়, দুজন একটি কমপ্যাক্ট টয়োটা আইকিউ গাড়িতে বসে আছেন।

 

এরপর ভিডিওতে এই দম্পতির বেশ কয়েকটি মজার হাস্যরস ধরা পড়ে। গাড়ি চলতে শুরু করার আগে ড. সিতি হাসমা কৌতুক করে ড. মাহাথিরকে জিজ্ঞাসা করছেন, গাড়িটি কি ইলেকট্রিক নাকি পেট্রোলচালিত। জবাবে মাহাথির বলছেন, ‘না, এটা ইলেকট্রিক নয়’।

 

এরপর গাড়ি যখন চলতে শুরু করে তখন কিছুক্ষণের জন্য স্টিয়ারিং ছেড়ে দেন মাহাথির। তখন সিতি হাসমা তাকে স্টিয়ারিং না ধরার জন্য মৃদু বকা দেন যা মাহাথির হাসিমুখে উপভোগ করেন। 

 

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধান বাস টার্মিনালে বাংলায় সাইনবোর্ড

 

ধীরে ধীরে গাড়ি চালানোর সময় দুজনের মধ্যে পরিবেশ ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে আলাপ আরও এগোয়। সিতি হাসমা মেঘলা আকাশ নিয়ে মন্তব্য করেন। আর মাহাথির তাকে জিজ্ঞাসা করেন যে, তিনি স্বস্তি বোধ করছেন কি না। এক সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রেনের দিকে স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেখান। একটি রেস্তোরাঁয় পৌঁছানোর মধ্যদিয়ে ভিডিওটি শেষ হয়।

 

এই ভিডিও নেটিজেনদের মন জয় করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। যেখানে নেটিজেনরা বিপুল সংখ্যক ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকেই এই দম্পতিকে ‘সম্পর্কের আদর্শ’ বলে অভিহিত করেছেন।

 

টমি লাভ নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘কি সুন্দর জুটি!’। আরেকজন মজা করে মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে মাহাথির তার স্ত্রীকে জ্বালাতন করতে ভালোবাসেন’। আরেকজন লিখেছেন, ‘তিনি শত বছর বয়সি, কিন্তু এখনও দুষ্টু’। চলতি বছর ১০০ বছরে পা দিয়েছেন মাহাথির। অন্যদিকে তার স্ত্রী সিতি হাসমার বয়স এখন ৯৯। 

]]>
সম্পূর্ণ পড়ুন