স্ত্রীকে নারী প্রমাণে ‘বৈজ্ঞানিক তথ্য’ দেবেন ম্যাক্রোঁ

৩ সপ্তাহ আগে
নিজের স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ যে জন্মগতভাবে নারী তা প্রমাণে মার্কিন আদালতে বৈজ্ঞানিক তথ্য দেয়ার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডানপন্থি মার্কিন ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্সের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় আলোকচিত্র ও বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করবেন তিনি।

ম্যাক্রোঁর আইনজীবী জানিয়েছেন, ব্রিজিট জন্মগতভাবে একজন পুরুষ ছিলেন বলে ডানপন্থি প্রভাবশালী ক্যান্ডেস ওয়েন্স যে বিশ্বাস প্রচার করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় ফরাসি প্রেসিডেন্ট ও মিসেস ম্যাক্রোঁ নথিপত্র উপস্থাপন করবেন।

 

বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে ম্যাক্রোঁর আইনজীবী টম ক্লেয়ার বলেন, মিসেস ম্যাক্রোঁ এই দাবিগুলোকে ‘অবিশ্বাস্যভাবে বিরক্তিকর’ বলে মনে করেছেন ও এটি ফরাসি প্রেসিডেন্টের জন্য একটি ‘বিব্রতকর অবস্থা’।

 

ক্লেয়ার বলেন, আমি বলতে চাই না যে এটি তাকে কোনোভাবে তার কাজে বাধা দিয়েছে। তবে যখন আপনার পরিবার আক্রমণের শিকার হবে, তখন এটি আপনার ওপরও আলাদা চাপ সৃষ্টি করবে। তিনি একটি দেশের প্রেসিডেন্ট হয়েও এর থেকে মুক্ত নন।

 

আরও পড়ুন: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, দুই শতাধিক গ্রেফতার

 

ক্লেয়ার জানান, এই দম্পতি সম্পূর্ণরূপে প্রমাণ করতে প্রস্তুত যে, অভিযোগগুলো মিথ্যা। এটি প্রমাণ করার জন্য যা যা করা দরকার, তিনি তা করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। যদি সেই অপ্রীতিকরতা ও অস্বস্তি এর মধ্যে থাকে, তবে তিনি সেই বোঝা মেটাতে শতভাগ প্রস্তুত।

 

ম্যাক্রোঁ ব্রিজিটের গর্ভবতী ও তার সন্তানদের লালন-পালনের ছবি সরবরাহ করবেন কিনা জানতে চাইলে ক্লেয়ার বলেন, তাদের অস্তিত্ব রয়েছে ও আদালতে হাজির করা হবে।

 

আরও পড়ুন: পুতিনকে নিয়ে ট্রাম্পের গোপন মন্তব্য মুহূর্তেই ভাইরাল!

 

মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ডেইলি ওয়্যারের সাবেক ভাষ্যকার ওয়েন্স, সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো অনুসারীর কাছে ব্রিজিত নিয়ে এই বিভ্রান্তি ছড়িয়েছেন। ২০২৪ সালের মার্চে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন, এই অভিযোগের পক্ষে তিনি নিজের ‘পুরো পেশাগত সুনাম বাজি রাখতে’ প্রস্তুত।

 

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ক্যান্ডেস ওয়েন্সের বিরুদ্ধে মামলা করেন ম্যাক্রোঁ দম্পতি। মামলায় বলা হয়, তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালিয়েছেন ও পরিচিত ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানো ব্যক্তিদের বক্তব্যকে প্রাধান্য দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন