মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। (সুরা বাকারা, আয়াত: ১৮৭)
আমাদের নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের যাবতীয় দায়িত্ব সুচারুভাবে আঞ্জাম দেওয়ার পাশাপাশি ঘরের কাজে সহযোগিতা করতেন। নিজের অনেক কাজ নিজেই করতেন। উম্মুল মোমিনিন হজরত আয়েশা (রা.) বলেন,
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন, জুতা মেরামত এবং সাংসারিক যাবতীয় কাজ করতেন। (ফাতহুল বারি: ১৩/৭০, মুসনাদে আহমদ: ২৩৭৫৬)
একবার আয়েশা সিদ্দিকা (রা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘আল্লাহর রসুল কি পরিবারের লোকদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ, আল্লাহর রসুল ঘরের লোকদের তাদের কাজে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন।’ (বুখারি: ৬৭৬)
আরও পড়ুন: মালহামাতুল কুবরা কী?
বিখ্যাত সাহাবি উকবা ইবনে আমির (রা.) বলেন, আমি একবার আল্লাহর রসুলের কাছে জানতে চাইলাম, ‘দুনিয়া ও আখেরাতে মুক্তির পথ কী?’ উত্তরে তিনি আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটি ছিল ‘তুমি পরিবারের সঙ্গে তোমার অবস্থান দীর্ঘ করবে।’ (তিরমিজি: ২৪০৬)
স্ত্রীর প্রশংসা করা নবীজির সুন্নত। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রশংসা করতেন। ভালো কাজের জন্য শুকরিয়া জানাতেন। আয়েশা (রা.) বলেন,
আমি রসুলের (সা.) স্ত্রীদের মধ্যে থেকে খাদিজার (রা.) চেয়ে অন্য কোনো স্ত্রীর প্রতি বেশি ঈর্ষাপোষণ করিনি। কারণ, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার কথা স্মরণ করতেন এবং তার প্রশংসা করতেন। (বুখারি ৫২২৯)
]]>