স্ত্রী তালাক দেয়ায় এক মণ দুধ দিয়ে গোসল করলেন শাকিল!

৫ দিন আগে
নাটোরের নলডাঙ্গায় স্ত্রী তালাক দেয়ায় প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মণ্ডল (৩২) নামের এক চা দোকানি।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মণ্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে ও মাধনগর বাজারের চা দোকানি। শাকিল ভালোবেসে একই এলাকার আঙ্গুরি নামের এক তরুণীকে বিয়ে করেন। ১৪ বছরের সংসারে অশান্তির কারণে গত ১ জুন আঙ্গুরি তাকে তালাক দেন।

 

আরও পড়ুন: গোলাপ জলে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা


এ বিষয়ে শাকিল বলেন, আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে।


তিনি আরও বলেন, মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।

]]>
সম্পূর্ণ পড়ুন