দুদকের আবেদন মঞ্জুর করে বুধবার (৮ অক্টোবর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ।
দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, ফ্রিজ আদেশ হওয়া ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার স্ত্রী ইলা হকের নামে ২টি এবং ১৫টি হিসাব রয়েছে ছেলে জিয়াউল হকের নামে। এসব হিসাবের মোট স্থিতির পরিমাণ ১৫ কোটি ৪০ লাখ টাকা।
আরও পড়ুন: দ্রুত বাড়ছে কোটিপতির সংখ্যা, কী বলছেন অর্থনীতিবিদরা?
]]>