মঙ্গলবার (২৫মার্চ) সন্ধ্যায় নজিপুর-বদলগাছী সড়কের খিরশীন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম উপজেলার নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড হরিরামপুর দক্ষিণপাড়র ইমদাদুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী ফরিদুল ইসলাম খিরশীন গ্রাম থেকে প্রধান সড়কে উঠছিলেন। এ সময় বদলগাছী দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পিকাপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরিদুল মারা যান। মোটরসাইকেলে ফরিদপুলের ৮ বছরের কন্যা শিশু নুশরাত ও তার স্ত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন: টাঙ্গাইল বাসচাপায় অটোরিকশার শিশুসহ নিহত ২
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।