স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বিষয়ক বিশেষ আয়োজন

৫ দিন আগে
স্তন ক্যানসার সচেতনতা মাস অক্টোবরকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হলো স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক বিশেষ আয়োজন। যশোরে অনুষ্ঠিত এ আয়োজন করে ‘আমরা নারী’ এবং এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সফলভাবে সম্পন্ন হওয়া অনুষ্ঠানে ছিল র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সারাদেশে ধারাবাহিকভাবে আয়োজিত স্তন ক্যানসার সচেতনতা সেমিনার ও ক্যাম্পেইনের অংশ হিসেবে যশোরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

আয়োজনের অংশ হিসেবে সকাল ৯টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। যশোরে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী পার্টনার‘ওয়াইএভি’ ফাউন্ডেশন।

 

যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব রওনক জাহান।

 

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক,  যশোর জেলা স্কুল; ডাঃ বনি  আমিন, ক্যানসার সার্জারি; সদর হাসপাতাল, যশোর; ডাঃ তৌহিদুর রহমান শাকিল, যশোর মেডিকেল কলেজ।

 

অতিথিবৃন্দ নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। 

 

এ প্রসঙ্গে ‘আমরা নারী’এবং এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’এর  প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব) আশা প্রকাশ করে বলেন,

মিডিয়ার সহযোগিতায় এ সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং নারীর স্বাস্থ্যসুরক্ষায় জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত।

 

আরও পড়ুন: স্তন ক্যানসার কী, কেন হয় ও চিকিৎসা

 

অন্যদিকে সহযোগী সংগঠন‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ খাদ্য বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।

 

আরও পড়ুন: যে বয়সের পুরুষদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি

 

এছাড়া সংগঠন দুটি বিশ্বব্যাপী সচেতনতা কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে নানা কর্মসূচি পরিচালনা করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন