জাতীয় প্রেস ক্লাব ও আমরা নারী’র যৌথ উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) আয়োজিত স্তন ক্যানসার সচেতনতা সেমিনারে তিনি এ কথা বলেন।
অধ্যাপক লায়লা শিরিন বলেন, স্তন ক্যানসার প্রতিরোধের মূল চাবিকাঠি হলো সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিজের প্রতি যত্নশীল থাকা। প্রতিটি নারী যদি নিজের শারীরিক সুস্থতা সম্পর্কে সচেতন হন, তাহলে উপকৃত হবে পুরো পরিবার ও সমাজ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. খাদেমুল বাশার ক্যানসারমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের ওপর গুরুত্বরোপ করেছেন। তাদের স্বাস্থ্য সচেতনতায় সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: ‘সচেতনতার অভাবে স্তন ক্যানসার শনাক্ত করতে পারেন না অধিকাংশ নারী’
আমরা নারী’র নির্বাহী সদস্য রোখসানা আক্তার রূপী বলেন, স্তন ক্যানসার একটি প্রতিরোধযোগ্য বাস্তবতা। তবু বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন, যার অর্ধেকের বেশি সময়মতো চিকিৎসা না পাওয়ায় মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা স্তন ক্যানসার প্রতিরোধে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ‘স্তন ক্যানসার নিজেই শনাক্ত করা যায়’
সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন আমরা নারী’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক এ. কে. এম. মহসিন, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, নির্বাহী সদস্য শাহনাজ পলি ও মাসুমুর রহমান খলিলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্যসেবা উপকমিটির সদস্য মোহাম্মদ মাহমুদুজ্জামান।

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·