সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে বৈশাখী মেলার সূচনা হয়।
এরপর সকাল ৯টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ক্যাম্পাস ঘুরে শোভাযাত্রাটি শেষ হয় বাস্কেটবল গ্রাউন্ডে।
শোভাযাত্রা শেষে বৈশাখী মেলার স্টল উদ্বোধন করেন উপাচার্য ড. মনিরুজ্জামান। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে সর্বমোট ১৪টি স্টল নিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নববর্ষের রঙিন আয়োজনে আকাশে ঘুড়ি, দিগন্ত ছাড়িয়ে গেছে উচ্ছ্বাস
এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা নাচগানের মাধ্যমে নতুন বছরকে আপন করে নেয়।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারি অধ্যাপক শবনম জান্নাত মেলাটি সম্পর্কে তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘আমার কাছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবারের বাংলা বর্ষবরণ আগের সব উদযাপনের থেকে অনেক আলাদা লেগেছে।
]]>