স্টোকসের ৫ উইকেটের পর ব্যাট হাতেও দারুণ ইংল্যান্ড

১ দিন আগে
ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনটা ইংল্যান্ডের। প্রথম বল হাতে দাপট দেখিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এরপর ব্যাট হাতে ঝড় তুলেছেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে যাওয়ার পর, দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২৫ রান।

পায়ে আঘাত পাওয়ার কারণে যে পন্তকে নিয়ে দ্বিধা ছিল, সেই পন্ত ব্যাটিংয়ে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন। শেষ দিকে শার্দুল ঠাকুরের ৪১ এবং ওয়াশিংটন সুন্দরের ২৭ রানে ভর করে ৩৫৮ রানের সংগ্রহ পায় ভারত। তার আগে প্রথম দিনে ফিফটি হাঁকিয়েছিলেন জয়সওয়াল এবং সাই সুদর্শন।


এদিকে ভারতের ব্যাটিং লাইন আপ বলতে গেলে একাই গুড়িয়ে দিয়েছেন বেন স্টোকস। ৭২ রানে নিয়েছেন ৫ উইকেট। ২০১৭ সালের পর এই প্রথম টেস্টে ৫ উইকেট পেয়েছেন স্টোকস। আর এতে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ের ছোট্ট একটি তালিকায়ও নাম লিখিয়ে নিয়েছেন। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টোকস। ৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন জফরা আর্চার।


আরও পড়ুন: ইংল্যান্ড আগামী বছর নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে 


ম্যানচেস্টারে দ্বিতীয় দিনে যতটুকু সময় ইংল্যান্ড রান করেছে, সেই সময় পর্যন্ত স্বাগতিকদের ওভারপ্রতি রান ছিল ৪.৮৯। ডাকেট ও ক্রলির দুর্দান্ত ব্যাটিংয়ে এমন দ্রুত রান করেছে ইংলিশরা। তবে দুই ওপেনারের কেউ শতক হাঁকাতে পারেননি। জাদেজার বলে ক্রলি আউট হওয়ার আগে করেছেন ৮৪ রান। তার কিছুক্ষণ পরই আনশুল কম্বোজের বলে ৯৪ রানে আউট হন বেন ডাকেট।


অবশেষে ইংল্যান্ডের দুই ওপেনার ছন্দে ফিরেছে বলা যায়। এবারের ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে এই দুইজনের রানখরা ওপেন সমালোচনা তৈরি করেছে। দিন শেষে ক্রিজে ২০ রানে অলি পোপ এবং ১১ রানে অপরাজিত আছেন জো রুট।    

]]>
সম্পূর্ণ পড়ুন