অস্ট্রেলিয়ার ইনিংসের ১২৭তম ওভারের ঘটনা। নিজের ২৮তম ওভারের চতুর্থ বলটি করার পরই স্টোকস কুঁচকিতে হাত দেন। তার হাঁটায় স্পষ্টভাবেই অস্বস্তি দেখা যাচ্ছিল এবং কিছুক্ষণ পরই মাঠ ছাড়েন তিনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে যে স্টোকসের ডান দিকের অ্যাডাক্টর মাংসপেশিতে চোটের আশঙ্কা রয়েছে এবং তাকে মূল্যায়নের মধ্যে রাখা হয়েছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, টুর্নামেন্টের মাঝেই ছুটি নেবেন দুই তারকা
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকা এবং সিরিজে ইতিমধ্যেই ৩–১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য অধিনায়কের ফিটনেস বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ বাঁচানো তো বটেই, জয়ের ক্ষীণ সম্ভাবনা ধরে রাখতেও স্টোকসের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে চোট সত্ত্বেও তিনি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন বলে নিশ্চিত করা হয়েছে।
অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড বারবার চোট সমস্যায় পড়েছে। ব্রিসবেন টেস্টের পর মার্ক উড এবং অ্যাডিলেড টেস্টের পর জোফরা আর্চার অ্যাশেজ থেকে ছিটকে যান। এছাড়া মেলবোর্নে গাস অ্যাটকিনসন হ্যামস্ট্রিং চোটে পড়ায় সিডনি টেস্টে খেলতে পারছেন না।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·