স্টেডিয়ামে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় পুলিশের বাস, আহত ২০

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম নগরীর দামপাড়ায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর)  বিকেলে দামপাড়ার সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের  ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন। তখন বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি দেয়ালে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

আরও পড়ুন: চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তার মরদেহ ৬ বছর পর মিললো ফেনীতে!

 

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন