স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’

৩ সপ্তাহ আগে
জাপানের ব্লক বাস্টার হিট অ্যানিমেটেড সিনেমা ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’ এবার বিশ্ব দাঁপিয়ে মুক্তি পেল বাংলাদেশে। স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পেয়েছে অ্যাকশন অ্যাডভেঞ্চার নির্ভর অ্যানিমেটেড সিনেমাটি।

সারা বিশ্বে জনপ্রিয় ফ্রাঞ্চাইজির মধ্যে অন্যতম ‘ডেমন স্লেয়ার’। ২০২০ সালে মুক্তি পাওয়া এই ফ্রাঞ্চাইজির ‘মুগেন ট্রেইন’ সিনেমাটি পায় দারুণ সাফল্য। জাপানের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে এটি।

 

এরপর আরও দু’টি সিনেমা মুক্তি পায়। আগের ছবির সাফল্যের পথ ধরে সেগুলোও ভালো ফলাফল বয়ে আনে। এবার সে ধারাবাহিকতায় পর্দায় এলো নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’।

 

সিনেমাটি তিনটি পর্বে ধাপে ধাপে মুক্তি পাবে। যার প্রথম কিস্তি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে এটি মুক্তি পায় ১২ সেপ্টেম্বর।

 

সিনেমাটি মুক্তির প্রথম চার দিনেই শুধু জাপানেই ৭.৩১ বিলিয়ন আয় করে। মাত্র আট দিনে এটি ১০ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে। আর এ কারণেই জাপানে সর্বোচ্চ  আয়ের রেকর্ড সিনেমার শীর্ষে অবস্থান করছে সিনেমাটি।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে। খবরটি নিশ্চিত করেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণনন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

 

সিনেমাটি মাঙ্গার ইনফিনিটি ক্যাসল আর্কের উপর ভিত্তি করে তৈরি, যেখানে পর্দায় তুলে ধরা হয়েছে ডেমন স্লেয়ার কর্পস মুজানের ভয়ঙ্কর, পদার্থবিদ্যা-অমান্যকারী দুর্গে প্রবেশের রোমাঞ্চকর অনুভূতি।

 

ইনফিনিটি ক্যাসল হলো ডেমন স্লেয়ার মাঙ্গার সবচেয়ে রোমাঞ্চকর অংশ। এটি ডেমন স্লেয়ার কর্পসকে মুজানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নিমজ্জিত করে। হারুও সোতোজাকি পরিচালিত এই সিনেমায় কাজ করেছেন জাপানের সেরা ভয়েস শিল্পীরা। যাদের মধ্যে অন্যতম নাতসুকি হানায়ে এবং ইয়োশিৎসুগু মাতসুওকা।

 

আরও পড়ুন: ৭৭তম এমি পুরস্কার বিজয়ীদের পূর্ণ তালিকা

 

সিনেমায় দেখা যাবে, ডেমন স্লেয়ার কোরের চূড়ান্ত লড়াইয়ে তানজিরো এবং তার সঙ্গীরা ইনফিনিটি ক্যাসেল বা অসীম দুর্গে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হবে। এরপরই ঘটতে শুরু হবে নানা রহস্য আর অ্যাডভেঞ্চারময় গল্প। মানবিক আবেগে ভরপুর সিনেমাটি হৃদয় ছুঁয়েছে বিশ্বের সিনেপ্রেমীদের।

 

আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা 

 

এবার বাংলাদেশের দর্শকও উপভোগ করবে দুর্দান্ত রহস্য ও রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চার নির্ভর সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’।

]]>
সম্পূর্ণ পড়ুন