স্টলে স্টলে নান্দনিক পাটপণ্য, উদ্যোক্তা আর দর্শনার্থীর মিলন মেলা

১ দিন আগে
ব্যাগ, জুতা, শো-পিসসহ পাটপণ্যের নান্দানিক উপস্থাপনা। ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী পাটজাত পণ্য মেলায় দেখা মিলছে পাট দিয়ে তৈরি এমন হরেক পণ্যের।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদফতর ও জেডিপিসির আয়োজনে এ মেলায় অংশ নেন দেশের বিভিন্ন জেলার ৩০ জন উদ্যোক্তা। যার মধ্যে রয়েছেন ১২ জন নারী।

 

শুক্রবার (৯ মে) বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চের সামনে গিয়ে দেখা যায়, মেলায় স্টলগুলোতে সাজানো শত শত নান্দনিক পাটপণ্য দেখতে ভীড় করেছেন ক্রেতা-দর্শনার্থীরা।

 

আনিকা তাবাসসুম নামে এক তরুণী বলেন, পাট দিয়ে যে এত কিছু বানানো যায় তা এই মেলায় না আসলে জানতেই পারতাম না। এখানে এসে খুবই ভালো লাগছে নানা পণ্য দেখে। এসব পণ্যের ব্যবহার বাড়লে আমাদের পরিবেশের জন্যই ভাল।

 

আরও পড়ুন: পাটপণ্য বিশ্ব দরবারে তুলে ধরার তাগিদ উপদেষ্টার

 

পাটজাত এসব পণ্য রফতানি করা যাচ্ছে ইউরোপসহ বিভিন্ন দেশে। উদ্যোক্তাদের ভাষ্য, ঋণ প্রক্রিয়া আরও সহজতর করাসহ সরকারের বিভিন্ন সহযোগিতা পেলে আরও এগিয়ে যাবে এই শিল্প।

 

এর আগে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এসময় বিভিন্ন স্টল ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদসহ অতিথিরা।

 

আরও পড়ুন: বিশ্ব বাজারে কদর বাড়ছে খুলনার পাটপণ্যের

 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, দেশের পাটপণ্যের প্রসার, ব্যবহার ও বিপণণ বাড়াতে এই মেলা বড় ভূমিকা রাখছে। উদ্যোক্তারাও যেমন অনুপ্রানিত হচ্ছে তেমনি সাধারণ মানুষও উদ্বুদ্ধ হচ্ছে।


উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলাপ্রাঙ্গণ। যা চলবে ১২ মে পর্যন্ত।

 

]]>
সম্পূর্ণ পড়ুন