স্কুলব্যাগে মানুষের কঙ্কাল, বাসে ওঠার সময় তল্লাশিতে ধরা

১ সপ্তাহে আগে
ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে তল্লাশির সময় স্কুলব্যাগে মানুষের তিনটি কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলায় মেহরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


আটক মাসুদ রানা শেরপুরের নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।


পুলিশ জানায়, ভোরে মহাসড়কে যৌথবাহিনীর নিয়মিত টহল চলছিল। মেহরাবাড়ী এলাকায় বাসে ওঠার সময় দুই যুবককে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সঙ্গে থাকা ব্যাগগুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় মাসুদ রানা নামে একজনকে মেহরাবাড়ী বাজার থেকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে মাসুদের সঙ্গে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে পাওয়া যায় তিনজন মানুষের মাথার খুলি ও কঙ্কাল পাওয়া যায়।


আরও পড়ুন: পঞ্চগড়ে কবর থেকে ৫ কঙ্কাল উধাও, আতঙ্ক


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কঙ্কাল বিক্রির জন্য ওই চক্রের সদস্যরা ঢাকায় যাচ্ছিলেন। তারা দীর্ঘদিন বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে ঢাকায় নিয়ে বিক্রি করেন। প্রতিটি কঙ্কালের দাম ৫ হাজার থেকে ৭ হাজার টাকা।

]]>
সম্পূর্ণ পড়ুন