স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

৩ সপ্তাহ আগে
বরিশালের বানারীপাড়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি শোভন মিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে ঢাকার দোহার থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

মামলার এজাহারে জানা যায়, গত ৩ এপ্রিল দুপুরে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ইজিবাইকে করে নিয়ে যায় শোভন। পরে তাকে জোর করে মাদক সেবন করিয়ে ধর্ষণ করে। পরদিন বিকেলে ভিকটিমকে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

 

আরও পড়ুন: আপত্তিকর ভিডিও ধারণ করে কিশোরীকে লাগাতার ধর্ষণ, লজ্জায় আত্মহত্যা!

 

ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত শোভন বানারীপাড়ার আলতা গ্রামের বাসিন্দা।

]]>
সম্পূর্ণ পড়ুন