স্কুল মাঠ যেন বিস্তীর্ণ জলাধার, দুর্ভোগ

১ সপ্তাহে আগে
সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। এতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ে আসা অভিভাবকদের। তবে বিষয়টি জানা নেই উল্লেখ করে উপজেলা প্রশাসন জানিয়েছে, খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীরচর্চা, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। এমনকি শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামারও উপায় নেই।


নবনির্মিত ঢাকা-বেনাপোল রেললাইনের পাশে বিদ্যালয়টি অবস্থান। বিদ্যালয়ের পাশেই সড়ক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সড়ক থেকে বিদ্যালয়ের মাঠটি কয়েক ফুট নিচু। মাঠটি নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পুরো মাঠ দেখে মনে হচ্ছে মুক্ত জলাশয়।


শিক্ষার্থীরা জানায়, মাঠের জমে থাকা পানিতে পাতিহাঁস সাঁতার কাটছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বারান্দা দিয়ে চলাচল করছে। কেউ হাঁটু পানি মাড়িয়ে শ্রেণি কক্ষে যাচ্ছে। এ সমস্যার দ্রুত সমাধান চান তারা।


বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে মরিয়ম বলেন, ‘একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। মাঠে পানি থাকার কারণে শ্রেণি কক্ষের বাইরে বের হতে পারি না। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আবদ্ধ হয়ে থাকতে হয়। মাঠের ঘাস ও আগাছা পচা দুর্গন্ধ, স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং মশা বংশবিস্তার করছে। আমরা দ্রুত বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের মাধ্যমে সংস্কারের দাবি জানাচ্ছি।’


আরও পড়ুন: বৃষ্টিতে জলাবদ্ধতা, রাতে ‘ভুতুড়ে নগরী’ জামালপুর বিসিক


শিক্ষার্থী সীমান্ত শরীফ বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের স্কুল মাঠটির এমন অবস্থা। মনে হয় আমরা কোনো দ্বীপের মধ্যে লেখাপড়া করছি। মাঠটিতে মাটি ভরাটের ব্যবস্থা করলেই সমস্যা সমাধান হয়ে যাবে। দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’


প্রধান শিক্ষক মো. মশিউর রহমান বলেন, ‘বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ের দুটি ভবন পুনর্নির্মাণ করা না হলে মাঠ উঁচু করা যাচ্ছে না। মাঠের পানি শ্রেণিকক্ষে ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।’


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন