স্কুল ব্যাগ-খেলনা পিস্তলসহ যা মিললো ডাকাতদের কাছে

২ সপ্তাহ আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাতি ও জিম্মির ঘটনায় ১৮ লাখ টাকাসহ ৩ ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, মাস্ক, স্কুল ব্যাগসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

আটক ডাকাতরা হলেন: গোপালগঞ্জের কাশিয়ানি থানার কুমুরিয়া গ্রামের মো. কবির মোল্লার ছেলে মো. লিয়ন মোল্লা নিরব (২২), ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমতলী খালপাড় গ্রামের মো. কামাল পারভেজের ছেলে মো. আরাফাত (১৬) এবং একই গ্রামের আব্দুল্লাহর ছেলে মো. সিফাত (১৬)।

 

আরও পড়ুন: সিনেমা দেখে রোমাঞ্চের নেশায় ব্যাংকে ডাকাতির চেষ্টা: পুলিশ সুপার

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, দুপুর আনুমানিক ২টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া পাকাপোল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ৩ জন দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। এরপর তারা ব্যাংকে অবস্থানকারী ১০ জন ব্যাংক কর্মকর্তা এবং ৬ জন গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ক্যাশ থেকে নগদ ১৮ লাখ টাকা লুট করেন। পরবর্তীকালে স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি বুঝতে পেরে ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে কোনো প্রাণহানি ও হতাহতের ঘটনা ছাড়াই ৩ জন দুষ্কৃতকারীকে আত্মসমর্পণ করানো হয়। নিরাপদে উদ্ধার করা হয় জিম্মিদেরকে।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পাঁচজন গ্রেফতার

 

এতে আরও জানানো হয়, আটক ডাকাতদের কাছ থেকে লুট হওয়া নগদ ১৮ লাখ টাকা, ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি লোহার পাইপ, ১টি কালো স্কুল ব্যাগ, ৩টি মাস্ক, ৩ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৩টি কালো চশমা উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন: অভিনব পন্থায় ট্রেনের অনলাইন টিকিট কালোবাজারি, গ্রেফতার ২

 

আত্মসমর্পণ করা ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব। 

]]>
সম্পূর্ণ পড়ুন