স্কুল থেকে ফেরার পথে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

৩ সপ্তাহ আগে
যশোরের বেনাপোলে সপ্তম শ্রেণির ছাত্রী জাকিয়া পারভিনকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্কুল থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

 

অভিযোগে জানা যায়, বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন ও কাগমারি গ্রামের হাবুর ছেলে জিসানসহ কয়েকজন যুবক এ ঘটনায় জড়িত।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভুক্তভোগীর মা শিখা বেগম বেনাপোল পোর্ট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার মেয়ে বেনাপোলের কাগমারি কিন্ডার গার্টেনের ছাত্রী এবং কাগমারি গ্রামের জাহিদ হাসানের মেয়ে। দীর্ঘদিন ধরে সুমন ও তার সহযোগীরা স্কুলে যাওয়া-আসার পথে মেয়েকে উত্যক্ত করত। এতে বাধা দিলে কয়েকবার অপহরণের হুমকিও দেয় তারা।

 

আরও পড়ুন: বেনাপোলে পিস্তলসহ ভারতীয় ট্রাকচালক ও তার সহকারী আটক

 

ঘটনার দিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে শিখা বেগম ও তার মেয়ের গতিরোধ করে একটি প্রাইভেটকারে করে জাকিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সুমন ও তার সহযোগীরা।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে। অভিযুক্তদের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১০ সেপ্টেম্বর) দিনের মধ্যে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। তা না হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন