এ উপলক্ষ্যে সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একাধিক সভার আয়োজন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে আগে প্রকাশিত সূচি অনুযায়ী অনলাইন সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি
সভাগুলো অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে। জুম মিটিং আইডি ৮৯৫২১৭৬৩৬৪৫ এবং পাসওয়ার্ড ১২৩৪। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী জুমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, ঢাকা অঞ্চলের জন্য সভা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টায়। চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সভা হবে ২৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সভা একইদিন দুপুর ১২টায়।
এ ছাড়া খুলনা ও বরিশাল অঞ্চলের সভা অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর সকাল ১০টায়। সিলেট ও রংপুর অঞ্চলের জন্য সভা নির্ধারিত রয়েছে একইদিন দুপুর ১২টায়।
চিঠিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ আলোচনা সভায় অংশ নিতে অনুরোধও করা হয়েছে।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·