সৌম্য যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে যায়: আকরাম খান

৩ সপ্তাহ আগে
সবশেষ টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতলেও বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে বেশ। কেননা, দলের কোনো ব্যাটারই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। তবে টাইগারদের সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রয়োজন দলে ইতিবাচক প্রভাব রাখা।

পাকিস্তান সিরিজে শেষ দুই ম্যাচে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয়েছিল মোহাম্মদ নাঈমকে। সিরিজের শেষ ম্যাচে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ বলে ১০ রান করেছিলেন এই ওপেনার। আগের ম্যাচে করেছিলেন ৭ বলে ৩। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে নাঈমের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। 

 

আরও পড়ুন: ‘গুজবে বিভ্রান্ত হবেন না’, তাসকিনের পোস্ট

 

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান সম্প্রতি সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘নাঈম একজন ভালো খেলোয়াড়। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ। সেখানে টেকনিকের থেকে অ্যাপ্রোচ বেশি গুরুত্বপূর্ণ। যেমন, শেষ ম্যাচে পাকিস্তান ১৭৮ করেছি, তখন আমাদের প্রথম ৬ ওভারে কমপক্ষে ৬০-এর কাছাকাছি যাওয়া উচিত ছিল।’ 

 

যদি প্রথম প্রথম ৬ ওভার ইতিবাচক ব্যাটিং না হয়, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বোলাররা। এ বিষয়ে আকরাম বলেন, ‘অবশ্যই ব্যাটারদের দমন করে খেলতে হবে, না বোলাররা বোলাররা চড়ে বসবে। নাঈমের এই জায়গায় ভালো করতে হবে। নাঈম শেখ ভালো খেলোয়াড়, ঘরোয়া ক্রিকেটেও অনেক ভালো করেছে। কিন্তু ওর অ্যাপ্রোচটা যদি বদলায় তাহলে ও আরও ভালো করতে পারবে।’ 

 

আরও পড়ুন: অভিযোগ ভিত্তিহীন বলছেন তাসকিন, তদন্তের অপেক্ষায় বিসিবি

 

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত সৌম্য সরকার। তবে সৌম্য সরকার যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেন তিনি, এমন মন্তব্যও করেছেন আকরাম খান। ‘সৌম্যও ভালো খেলোয়াড়। সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। যেদিন সে ভালো খেলে সেদিন অনেক ভালো খেলে। ও হয়তো শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন