গত রোববার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নিয়োগ আদেশ জারি করা হয়। চার বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।
তিনি বর্তমান কাউন্সিলর (হজ) বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের যুগ্মসচিব মো. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
জহিরুল ইসলাম ২০২০ সালের ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করেন। নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হওয়ায় গত বছরের ৮ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আবেদনকারী ২৭ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার মধ্য থেকে মো. কামরুল ইসলামকে নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: ২০২৬ সালে রমজান শুরু কবে, সম্ভাব্য তারিখ প্রকাশ
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা মো. কামরুল ইসলাম বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
]]>