সৌদিতে ঈদ কবে, যা বললেন জ্যোতির্বিদরা

২ সপ্তাহ আগে
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আজ শনিবার ১৫টি রোজা পূর্ণ হয়েছে। এরই মধ্যে শাওয়ালের চাঁদ ও ঈদের সময় নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে।

কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। কেন্দ্র আরও জানায়, আগের দিন অর্থাৎ ২৯ মার্চ সৌদি আরব ও কুয়েতে চাঁদ দেখা যাবে। 

 

বিজ্ঞান কেন্দ্রের তথ্য মতে, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামি দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে ওই দেশগুলোয় সেদিন ঈদ শুরু হবে না।

 

দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে। কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে।

 

আরও পড়ুন: বাংলাদেশে ঈদ কবে, যা বলছে আবহাওয়া দফতর

 

তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি। এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা বিভাগ ভিন্ন তথ্য দিয়েছিল। তারা বলেছিল, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ হবে ঈদুল ফিতরের প্রথম দিন।

 

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।’ যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

 

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র রমজান মাস। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে এবার বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ঈদ উদযাপন করবেন।

 

আরও পড়ুন: ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ, রোজা ২৯ নাকি ৩০টি?

 

আর আমিরাত ও সৌদিতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে। 

 

তথ্যসূত্র: আরব টাইমস কুয়েত 
 

]]>
সম্পূর্ণ পড়ুন