বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতের কারণে হজ ফ্লাইট স্থগিত হওয়ায় এসব হজযাত্রী আটকা পড়েছেন।
পবিত্র হজ উপলক্ষে জুনের শুরুতে কয়েক লাখ মুসলিম সৌদি আরবের মক্কায় অবস্থান করেন। হজের কার্যাবলী শেষে অনেকে হজযাত্রার সময় মদিনাতে ভ্রমণ করেন।
আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্র হামলা করবে কিনা সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে: হোয়াইট হাউস
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ দিয়ে হজযাত্রীদের জন্য প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করার কথা বিবেচনা করা হয়েছে। কিন্তু সেটি এখনো বাস্তবায়ন করা যায়নি।
ইরান বলেছে, স্থল সীমান্ত ক্রসিং ব্যবহার করে হজযাত্রীদের প্রত্যাবর্তনের সুবিধার্থে তারা সৌদি আরব এবং ইরাকের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে।
আরও পড়ুন: নীরবতা ভেঙে ইরানের পাশে থাকার বার্তা দিলো হিজবুল্লাহ
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ‘সৌদি আরব ‘ইরানি হজযাত্রীদের সব চাহিদা পূরণ করছে এবং তাদেরকে নিজ দেশে এবং পরিবারের কাছে নিরাপদে ফিরে যাওয়ার জন্য পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত সকল পরিষেবা প্রদান করছে।
]]>