সৌদি আরবের পথে ট্রাম্প

৪ দিন আগে
সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রওনা হয়েছেন তিনি। খবর এএফপির।

খবরে বলা হয়েছে, সোমবার (১২ মে) রাজধানী ওয়াশিংটন ডিসির নিকটবর্তী জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে করে সৌদির উদ্দেশে রওনা হয়েছেন।

 

সময়সূচি, সম্ভাব্য দ্বিপক্ষীয় চুক্তি ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট দেশের নেতাদের বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

মঙ্গলবার (১৩ মে) থেকে শুক্রবার (১৬ মে) পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প। 

 

এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর।

 

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটা ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর। ‘ঐতিহাসিক’ এই মধ্যপ্রাচ্য সফরে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বেশ কিছু বাণিজ্য চুক্তি হবে বলে মনে করা হচ্ছে। 

 

আরও পড়ুন: ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

 

রয়টার্স সম্প্রতি জানায়, সৌদি আরবের কাছে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরকালে দেশটির নেতাদের কাছে এই প্রস্তাব দেবেন তিনি।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন