সৌদি আরবে ভূমিকম্পের আঘাত

৪ সপ্তাহ আগে
সৌদি আরবের একটি প্রদেশে ৪.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সংবাদমাধ্যম খালিজ টাইমস এবং সৌদি গেজেট ভূমিকম্পের এ খবর জানিয়েছে। যদিও তাদের প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

 

খালিজ টাইমস বলছে, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ৫০ কিলোমিটার গভীরে।

 

তবে সৌদি গেজেট জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪.০ এবং এর উৎপত্তিস্থল ছিল প্রায় ৮ কিলোমিটার গভীরে। 

 

আরও পড়ুন: জাপানে আঘাত হানল ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

 

সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সরকারি মুখপাত্র তারেক আবা আল-খাইল জানান, এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তার মতে, ভূমিকম্পটি এই অঞ্চলের মানুষ কিংবা অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করার মতো শক্তিশালী ছিল না।

 

তিনি ব্যাখ্যা করেন যে, ইরানের জাগ্রোস পর্বতমালায় অ্যারাবিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট টেকটোনিক চাপের সাথে এই ভূমিকম্প যুক্ত।

 

তারেক আবা আল-খাইল বলেন, এই চাপগুলো সৌদি আরবের পূর্ব প্রদেশের নিচে পৃথিবীর ভূত্বকের পূর্ব-বিদ্যমান ত্রুটিগুলোকে পুনরায় সক্রিয় করতে পারে, যার ফলে মাঝে মাঝে ছোটখাটো কম্পন অনুভূত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন