সৌদি আরবে ভারি বৃষ্টির আভাস, বন্যার সতর্কতা জারি!

৪ দিন আগে
সৌদি আরবজুড়ে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যার শঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

 

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে দেশজুড়ে ভারি বৃষ্টিপাত, বজ্রঝড় এবং সম্ভাব্য আকস্মিক বন্যা হতে পারে। এই পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল জউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল কাসিম, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল বাহা, আসির এবং জাজানসহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব পড়বে।

 

আরও পড়ুন: হজ-ওমরাহযাত্রীদের জন্য বড় সুখবর

 

আবহাওয়া বিভাগ জনসাধারণকে সরকারি সূত্র থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট নিতে, বন্যাপ্রবণ উপত্যকা ও নালা পারাপার এড়িয়ে চলতে এবং বৃষ্টির সময় বিশেষ করে কম দৃশ্যমানতার মধ্যে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। একইসঙ্গে উপকূলীয় ও পার্বত্য এলাকার বাসিন্দাদের সিভিল ডিফেন্সের জারি করা নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টিপাতের তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। তবে কিছু এলাকায় পানির স্তর বৃদ্ধি, জলাবদ্ধতা দেখা দিতে পারে। সংশ্লিষ্ট সব বিভাগকে জরুরি অবস্থায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন।

]]>
সম্পূর্ণ পড়ুন