সৌদি আরবে নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ

১৬ ঘন্টা আগে
সারাবিশ্বে বাংলাদেশের হাফেজদের আলাদা গুরুত্ব রয়েছে। বিদেশের মাটিতে বাংলাদেশি হাফেজরা কৃতিত্বের স্বাক্ষর রেখে লাল-সবুজের পতাকাকে সুমন্নত করছেন। এবার সেই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দা উবহুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের হাফেজ মুহিব্বুল্লাহ মুজিবী।

নরসিংদীর শিবপুরের সন্তান মাওলানা মুহিব্বুল্লাহ মুজিবী সৌদি আরবের জেদ্দা উবহুর কেন্দ্রীয় মসজিদে ইমাম হিসেবে ও ভিন্নধর্মী হিফজ মাদরাসার দায়িত্বে আছেন।

 

অনলাইনে বাংলাদেশ উত্তরায় অবস্থিত ইসলাম ও আধুনিক শিক্ষার অনন্য প্রতিষ্ঠান ‘মাদরাসাতুল কোরআন’-এ পড়ান। বিশ্বময় স্কলার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানটি যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে মাদানি নেসাবে ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার দক্ষিণখান থানার চালাবন নগরিয়া বাড়ি রোডে অবস্থিত। সীমিত আসনে ভর্তি চলছে। যোগাযোগ: ০১৬৩১-৭৪৪৯১৮

 

মুহিব্বুল্লাহ সময় সংবাদকে জানান, আলহামদুলিল্লাহ গত বছর ওমরায় এসেছি। হেরেমে ইতিকাফে ছিলাম। মসজিদের যিনি মাসয়ুল আমাদের দেশে কমিটি বলা হয় তিনি আমার সঙ্গে ইতিকাফরত ছিলেন। তিনি আমার তেলাওয়াত শুনে আমাকে মসজিদের জন্য অফার করেন। তারপর আমি রাজি হলে আমাকে ভিসা ও টিকেট দিয়ে দেন।

 

তিনি আরও জানান, 

 

এখানে খেদমতের অন্যতম একটি দিক হচ্ছে ভিন্নধর্মী হিফজ বিভাগ আছে এর দায়িত্বে। আর বাঙালি কিছু মুসল্লি আছে, তাদের আসরের পর তালিম করি।  

 

 

প্রবাসের মুসলিম কমিউনিটির সাড়া নিয়ে তিনি জানান, আমাদের মসজিদে উন্মুক্ত দীন শিক্ষার মজলিস হয়। এতে বাঙালি কমিউনিটির লোকেরাও বসেন।

 

মাওলানা মুহিব্বু্ল্লাহ মুজিবী নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজার ইউনিয়নের সৈকারচর গ্রামের মাও. মুজিবুর রহমান কাসেমী রহ ও আলেমা আনোয়ারা বেগম দম্পতির তৃতীয় সন্তান। আট ভাই বোনের মাঝে তিনি তৃতীয়। পাঁচ ভাই সবাই হাফেজ। আর তিন বোন হাফেজা ও আলেমা। মাওলানা মুহিব্বু্ল্লাহ স্বপ্ন দেখেন, দীনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেয়ার।

]]>
সম্পূর্ণ পড়ুন