সোমবার (১৪ জুলাই) সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও, তৈরি করা ভিডিও মনে হচ্ছে। এ ভিডিও বানিয়ে দেশবাসীর কাছে তুলে ধরে বিএনপিকে মাথানত করানোর ষড়যন্ত্র করেছে একটি মহল। এনসিপির নেতাদের সঙ্গে ছবি আছে গ্রেফতার মাহিনের। কিন্তু বিএনপির ওপর দায় চাপানোর চক্রান্ত চলছে।
আরও পড়ুন: সোহাগকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ: প্রেস উইং
তিনি বলেন, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেয়ার চেষ্টা হচ্ছে। যত ষড়যন্ত্র করেন মানুষের মন থেকে বিএনপিকে সরাতে পারবেন না। এত সহজ না। বিএনপির কোথায় যাওয়ার যায়গা নাই, বিএনপির স্থায়ী ঠিকানা বাংলাদেশ।
মির্জা আব্বাস আরও বলেন, বাংলাদেশ চিলড্রেনস পার্টির অনেকে এখন জিয়াকে নিয়ে কথা বলছে, জিয়াউর রহমান তাদের দাদার দাদা। বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করার চেষ্টা করবেন না।
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, আরেকটি দল আছে যাদের লম্বা লম্বা কথা ছাড়া, হাদিয়া নেয়া ছাড়া আর কোনো কাজ নাই। এরশাদের আমলে এরশাদের ঘাড়ে, আওয়ামী লীগের আমলে তাদের ঘাড়ে, বিএনপির আমলে বিএনপির ঘাড়ে। এখন বিএনপিকে নিয়ে তাদের মাথাব্যথা। বিএনপিকে শেষ করতে পারলে তারা একা রাজত্ব করতে পারবে।
আরও পড়ুন: মিটফোর্ডের হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি