মঙ্গলবার (১৫ জুলাই) এ মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান তাকে আবারও ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান মহিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এদিন আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে সোহাগকে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয়। এ ঘটনায় তার বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেন।
আরও পড়ুন: সোহাগ হত্যা মামলায় নারায়ণগঞ্জের বন্দর থেকে নান্নু গ্রেফতার
গত কয়েকদিনে এ মামলায় মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮), মনির ওরফে লম্বা মনির (৩২), টিটন গাজী (৩২) ও কাজী নান্নুসহ আটজনকে গ্রেফতার করা হয়।
]]>