শনিবার (৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মালিবাগে ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ৩০ থেকে ৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। ওই হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ১৬ জনের নাম উল্লেখ ও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে রমনা মডেল থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: হামলার পর থমথমে জাপা কার্যালয়, নিরাপত্তা জোরদার
এতে জানানো হয়, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ঘটনা সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেফতারে কার্যক্রম শুরু করা হয়। এরই প্রেক্ষিতে শনিবার ওই মামলার এজাহারে উল্লেখিত ১নং আসামি বিল্লাল তালুকদারকে হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকা থেকে এবং ৩নং আসামি বাপ্পিকে কেরানীগঞ্জ থানাধীন মডেল টাউন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
আরও পড়ুন: অস্ত্র ও গোলাবারুদসহ যুবদলের সাবেক নেতা গ্রেফতার
এ ঘটনায় এর আগে গত বৃহস্পতিবার মো. পারভেজ ও জয়নাল আবেদিন নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) মো. পারভেজকে এক দিনের রিমান্ডে পাঠান আদালত। আর জয়নাল আবেদিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।