সোমবার (১৭ নভেম্বর) রাতে নিজের অভিনীত প্রথম সিনেমার ফার্স্টলুকের পোস্টার প্রকাশ করেন তিশা। ব্যাকগ্রাউন্ডে দুর্দান্ত সাউন্ড দিয়ে পোস্টারে নির্ভীক এক নারীর রূপে ধরা দেন।
পরনে সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট। হাতে ক্যামেরা নিয়ে পেছনে ফিরে তাকিয়েছেন সামনের দিকে। পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে রয়েছে সাদা কালো রংয়ের অসংখ্য দাবার গুটি। নিচে বড় করে ইংরেজিতে লেখা ‘সোলজার’।
ক্যাপশনে তিশা লেখেন,
আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়জিত।
এমন লুকে তিশাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। অনেকে মন্তব্যের ঘরে জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়াও। পোস্টার দেখে নেটিজেনদের বেশিরভাগ ধারণা করছেন ‘সোলজার’-এ তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি সিনেমা সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: জুলাইয়ের আবহ ফেরাতে ডিসেম্বরে কনসার্ট, থাকবেন আতিফ আসলাম
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’। সাকিব ফাহাদের পরিচালিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও তানজিন তিশা। এছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।
আরও পড়ুন: আদনান আল রাজীবের পরিচালনায় শাকিব খান
]]>

১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·