দেশের ঘরোয়া ফুটবলের অবস্থার কোনো উন্নতি নাই, তবে জাতীয় দলের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যে দলে একজন হামজা চৌধুরীর মতো ফুটবলার থাকে, সেই দলের চেহারা এমনিই পাল্টে যায়। তার সঙ্গে আবার আছেন কানাডার লিগে খেলা শমিত সোম। আরও আছেন জায়ান আহমেদ, ফাহামেদুল এবং কিউবা মিচেলের মতো ফুটবলাররা।
১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
আরও পড়ুন: সুখী হতে প্রশংসার প্রয়োজন নেই, ফুটবলই আমার আনন্দ: আলভারেজ
এই ম্যাচগুলো সামনে রেখে সোমবার দুপুরে ঢাকায় আসার কথা লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। রোববার (৯ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান।
গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে হার লাল-সবুজের প্রতিনিধিদের। এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।
আরও পড়ুন: আর্জেন্টিনা দলে রাখলেও নাম সরিয়ে নিলেন এনজো ফার্নান্দেজ
জাতীয় স্টেডিয়ামে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। তাই ফুটবলারর অনুশীলন করছেন বসুন্ধরার কিংস অ্যারেনায়। অনুশীলনের ফাঁকে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিম ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে। শমিত সোম আসবে ১১ তারিখ রাত ১২টার দিকে। নেপাল ম্যাচে হামজা খেলবে কি না, সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত।’
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন। সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·