সোবানার অপরাজিত ফিফটিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

১ সপ্তাহে আগে
শুরুটা বাংলাদেশ যেভাবে করেছিল তাতে সংগ্রহ আড়াইশ স্পর্শ করার পূর্বাভাস ছিল। তবে রুবাইয়া হায়দার ঝিলিকের আউটের পর ব্যাটিংয়ে ধুকতে থাকে লাল সবুজরা। অস্ট্রেলিয়ার বোলারদের তোপে একের পর এক উইকেট হারিয়ে দেড়শ’র মধ্যেই গুঁড়িয়ে যাচ্ছিল তারা। ত্রাণকর্তা হয়ে সেখান থেকে দলকে একাই টেনে দুইশ’র কাছাকাছি নিয়ে যান সোবানা মোস্তারি। আসরে নিজের দ্বিতীয় ফিফটির ইনিংসে থাকেন অপরাজিত।

বিশাখাপতনমে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নারী বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে টিম টাইগ্রেসের সংগ্রহ ১৯৮ রান। সোবানা অপরাজিত ছিলেন ৬৬ রানে।

 

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করলেও টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। আশা টিকিয়ে রাখতে অজিদের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ। তবে ব্যাট হাতে শুরুটা আশা জাগানিয়া হলেও শেষ পর্যন্ত শক্তিশালী দলটির বিপক্ষে ভালো পুঁজি সংগ্রহ করতে পারল না লাল সবুজরা।

 

আরও পড়ুন: নয়ে ফিরতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কী করতে হবে বাংলাদেশকে?


২৪ বলে মাত্র ৮ রান করে দলীয় ৩২ রানে ওপেনার ফারজানা হকের বিদায়ের পর দ্বিতীয় ‍উইকেটে দারুণ করছিল বাংলাদেশ। একপাশে শারমিনকে আক্তারকে রেখে রানের চাকা ঘুরাচ্ছিলেন ঝিলিক। দুজনের ৪১ রানের জুটি ভাঙে ইনিংসের ১৮তম ওভারে। অ্যাশলি গার্ডনারকে মিড উইকেটের উপর দিয়ে তুলে মারতে গিয়ে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫৯ বলে ৮ চারের মারে ৪৪ রান করে তাহলিয়া ম্যাকগ্রার হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকেননি শারমিনও। তিনিও ঝিলিকের মতো ভুল করেন। ৩৩ বলে ৩ চারের মারে ১৯ রানে থামেন তিনি। দলীয় ১০৪ রানে ব্যক্তিগত ১২ রানের ইনিংস খেলে বিদায় নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

 

একপ্রান্ত সোবানা আগলে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেননি স্বর্ণা আক্তার (৭), রিতু মনি (২) ও ফাহিমা খাতুন (৪)। শেষমেশ টেলএন্ডারদের নিয়ে একাই লড়ে যান সোবানা। তুলে নেন আসরে নিজের দ্বিতীয় ফিফটি। তার আগের ফিফটিতে ছিল ইংল্যান্ডের বিপক্ষে। গুয়াহাটিতে ওই ম্যাচে ১০৮ বলে ৮ চারের মারে ৬০ রান করে আউট হয়েছিলেন তিনি। তবে এদিন ৬৬ রান করে অপরাজিত ছিলেন। ৮০ বলে ৯ চারের মারে সাজানো ছিল তার ইনিংস।

 

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরলেন সৌম্য, বাদ নাইম

 

অজিদের হয়ে একাই বাংলাদেশকে ভুগিয়েছেন স্পিনার অ্যালানা কিং। ১০ ওভারে ৪ মেডেন দিয়ে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন জর্জিয়া ওয়ারহ্যাম, গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।

 

]]>
সম্পূর্ণ পড়ুন