বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতবদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নয়ন (৪৫)। তিনি নেত্রকোনার পূর্বধলা এলাকার বাসিন্দা ও রাজমিস্ত্রী ছিলেন বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।
আহতরা হলেন—আজিজুল ইসলাম (৬৫), মাসুম বিল্লাহ (২৮), ফজলুল (৪০), সজীব (৩০), আকবর (৫০), হৃদয় (২৫), লুকেট (২৫), রুবেল (২৫), তানভীর (২৪) ও আমিনুল ইসলাম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কাজ শেষে একদল রাজমিস্ত্রী পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন শ্রমিক ও পথচারী।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন আহমেদ তিথি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন রোগী আনা হয়। এদের মধ্যে একজন মৃত ছিলেন। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরেছেন, দুইজন চিকিৎসাধীন রয়েছেন।’
হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ সময় সংবাদকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পিকআপটিতে থাকা সবাই রাজমিস্ত্রী ও দিনমজুর শ্রমিক ছিলেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।’
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
]]>