সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ১

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস উলটে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই বাসের আরও পাঁচ যাত্রী।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মল্লিকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি বাস মুন্সীগঞ্জের গজারিয়ার উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা ৭টায় বাসটি বেপরোয়া গতিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় পৌঁছলে রাস্তার পাশে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও নারীসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


আরও পড়ুন: মেঘনায় জাহাজে সাত খুন, পরিচয় মিলল ছয়জনের


দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ সময় সংবাদকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন