সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৭০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

৪ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে ১৩ ব্যবসায়ীকে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।


শনিবার (১৬ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।


তিনি বলেন, এ বছরের এপ্রিল মাস থেকে গত ১৩ আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে চার মাস এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে ১৩ জন আমদানিকারককে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন।


আরও পড়ুন: দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে: বাণিজ্য উপদেষ্টা


সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) পর্যন্ত চারটি ট্রাকে ১০০ টন পেঁয়াজ এই স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। এরপর শুক্রবার সাপ্তাহিক ও শনিবার জন্মাষ্টমীর ছুটিতে দুদিন বন্ধ আমদানি-রফতানি। রোববার (১৭ আগস্ট) থেকে আরও পেঁয়াজ আমদানি হতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন