সৈয়দপুরে সুইমিং পুলে ডুবে শিশুর মৃত্যু

৩ সপ্তাহ আগে
ঈদের দ্বিতীয় দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সৈয়দপুরের রংধনু পার্কের সুইমিং পুলে ডুবে মারা গেছে মো. আবদুল্লা (১১) নামের এক শিশু।

রোববার (৮ জুন) দুপুর ২টার দিকে পার্কের সুইমিং পুলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লা কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাকাধারা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

 

জানা গেছে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৬ বন্ধু মিলে রংধনু পার্কে ঘুরতে যায় আবদুল্লা। টিকিট কেটে পার্কে প্রবেশের পর সবাই মিলে বিভিন্ন রাইডে চড়ার একপর্যায়ে তারা সুইমিং পুলে গোসল করতে নামে। সেখানে ড্রাইভ দেয়ার সময় হঠাৎ করেই আবদুল্লা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার মরদেহ ভেসে উঠলে উপস্থিত সবাই মিলে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে মৃত্যুর খবরে হাসপাতালজুড়ে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পার্ক এলাকাজুড়েও নেমে আসে শোকের ছায়া।

 

আরও পড়ুন: বন্যায় ভয়ে থাকে শিশুরা, সাঁতার শেখার সুযোগ করে দিলেন ইউএনও

 

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হুদা বলেন, ‘আমরা জরুরি বিভাগে এক কিশোরকে মৃত অবস্থায় পাই। জানতে পারি, সে সুইমিং পুলে গোসল করছিল এবং ড্রাইভ দেয়ার সময় তার স্পাইনাল কর্ড ভেঙে গিয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে।’

 

পুলিশের প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন