সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত

৪ দিন আগে
নীলফামারীর সৈয়দপুরে বাসচাপায় আবুল হোসেন (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 আবুল হোসেন পাশের চিবিরবন্দর উপজেলার বিন্নকুড়ি মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা তোহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: কম দামের বাজারেও আগাম আলু চাষে ব্যস্ত নীলফামারীর চাষিরা

খবর পেয়ে স্থানীয়রা বাসটি আটক করে পুলিশে খবর দেন। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন