বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিয়ে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারু মামুদের ছেলে মাসুদ (২৮) ও একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৫৫) । তারা দুই জনই ইট ভাটার শ্রমিক ছিলেন ।
আরও পড়ুন: দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি সৈয়দপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে দুমড়ে-মুচড়ে আটকে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
]]>