বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার জাহাঙ্গীরের ইটভাটার পাশে বসুনিয়া মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা সোনারতরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় মিলেছে
আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও থানা পুলিশ কাজ করছে।