সৈয়দপুরে গৃহকর্মী খুন করে টাকা-স্বর্ণালংকার লুট

৩ দিন আগে
নীলফামারীর সৈয়দপুরে এক বাসা থেকে শামসুন্নাহার বেগম (৭৫) নামে এক গৃহকর্মী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসার জিনিসপত্র তছনছ করা হয়েছে। খোয়া গেছে ৪৫ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও একটি এলইডি টিভি।

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে শহরের চাঁদনগর এলাকায় একটি বাসা থেকে এ ঘটনা ঘটে।

 

নিহত শামসুন্নাহার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙারহাট ফকিরপাড়ার মৃত আজাহার আলীর স্ত্রী। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।

 

শিক্ষিকা রহিলা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে আপা (শামসুন্নাহার) আমার বাসায় থাকেন। প্রতিদিনের মতো সকালে আমি স্কুলে যাই। দুপুরে টিফিনের সময় বাসায় ফিরে দরজায় নক করি, কোনো সাড়া না পেয়ে জানালায় টোকা দিই। তাতেও কোনো সাড়া না মেলায় পাশের বাসার লোকজনকে ডাকি। তখন দেখি দরজার বাইরে থেকে সিটকিনি লাগানো। পরে দরজা খুলে ঘরে ঢুকে দেখি আপা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মাথায় গুরুতর জখম রয়েছে। বাসার জিনিসপত্র তছনছ করা হয়েছে। খোয়া গেছে ৪৫ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও একটি এলইডি টিভি।’

 

আরও পড়ুন: অচল তথ্যকেন্দ্রের ফাইবার লাইন, নীলফামারীতে ই-সেবায় ধীরগতি ও ভোগান্তি

 

নিহতের ছেলে সামসুল ইসলাম বলেন, ‘সকাল ১১টার দিকে মায়ের সঙ্গে ফোনে কথা হয়। মা বলেন, শরীর ভালো লাগছে না। তাকে বাড়িতে আসতে বলি। মা জানান, রোববার অথবা সোমবার আসবেন। কিন্তু দুপুর ৩টার দিকে ফোনে জানানো হয় মা মারা গেছেন। এসে দেখি মাকে খুন করা হয়েছে। এখনো লাশ দেখতে দিচ্ছে না পুলিশ।’

 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও বাসা জিম্মায় নেয়া হয়েছে। রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন টিম আসছে। তাদের সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে মরদেহ থানায় আনা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে নীলফামারী মর্গে পাঠানো হবে।’

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন