সোমবার (২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।
আটকরা হলেন: মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।
আরও পড়ুন: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার
ওসি ইলিয়াস খান বলেন, ‘গোপন খবরে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।’
ওসি জানান, পরে আটকদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি চারটি বন্দুক ও দুটি ৭.৬ বোরের রাইফেলের গুলি।
আরও পড়ুন: মেঘনায় জিম্মি করে চাঁদাবাজি, আগ্নেয়াস্ত্রসহ বাবা-ছেলে আটক
আটকদের স্বীকারোক্তি মতে, ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় পাচার করছিলেন; তা জানতে পুলিশ কাজ করছে।
আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ইলিয়াস খান।