১১ শীর্ষ সন্ত্রাসী ও ১৭৪ জঙ্গি জামিনে মুক্ত, অধরা পালিয়ে যাওয়া ৭০০ বন্দি

১২ ঘন্টা আগে
৫ আগস্টের পর ১১ জন শীর্ষ সন্ত্রাসী ও ১৭৪ জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। আর পালিয়ে যাওয়া ২ হাজারে ২০০ বন্দির মধ্যে ৭০০ জন এখনো গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন।

কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার এবং কারাগার সংক্রান্ত বিভিন্ন তথ্য জানাতে বুধবার (৪ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে কারা অধিদফতর। সেখানে কারা মহাপরিদর্শক এসব কথা বলেন। ‌


সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে ১১ জন শীর্ষ সন্ত্রাসী। পালিয়ে যাওয়া ২ হাজার ২০০ আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫০০ জন আসামিকে।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো আমু-কামরুলকে


এ সময় গত তিন মাসে দেশের সর্বমোট ৬৯টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন।


দেশের কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ হলে পিজি হাসপাতালের মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন