সেরা গল্পের পুরস্কার পেল মামুনের ‘চিলেকোঠার সেপাই : দ্য স্মোকার’

২ সপ্তাহ আগে
২৭তম ‘ডিজিকন ৬ এশিয়া’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অ্যানিমেশন বিভাগে ‘সেরা গল্পের’ পুরস্কার জিতেছেন নির্মাতা শাহরিয়ার আল মামুন এবং তার দল টিম ক্রিমসন। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটির নাম ‘চিলেকোঠার সেপাই: দ্য স্মোকার’।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘ডিজিকন ৬ এশিয়া’র প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশি নির্মাতাদের তৈরি নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে তিনটি বিভাগে তিনজনকে সেরা পুরস্কার দেয়া হয়। যাদের একজন মামুন।

 

শাহরিয়ার আল মামুন আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি টিভিসি ও ওভিসিতে অভিনয় করেছেন এবং অংশ নিয়েছেন আন্তর্জাতিক কয়েকটি চলচ্চিত্র উৎসবেও।

 

পুরস্কার পাওয়া প্রসঙ্গে শাহরিয়ার আল মামুন সময় সংবাদকে বলেন,

আমরা ৭ জন মিলে ‘টিম ক্রিমসন’ হয়ে এ থ্রিডি অ্যানিমেশন শর্টফিল্ম নির্মাণ করি। এটি নির্মাণ করি কয়েক বছর আগে। তখন আমরা সবাই অ্যানিমেশন শিখছিলাম। শিখতে শিখতেই আমরা পুরো প্রজেক্টটা সম্পন্ন করেছি।

 

শাহরিয়ার আল মামুন আরও বলেন,

এটি আমাদের সবার জীবনের প্রথম চলচ্চিত্র নির্মাণ ছিল। চলচ্চিত্রটি নির্মাণ করতে ৯ মাস সময় লেগেছে। দলের প্রত্যেক সদস্য নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়েছে। একসাথে কাজ করার কারণেই চলচ্চিত্রটি সম্পূর্ণ করতে পেরেছিলাম।

 

আরও পড়ুন: ‘টেজাব’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

 

প্রতিযোগিতাটির আয়োজন করে অ্যানিমেশন স্টুডিও পদ্মা এবং টোকিও ব্রডকাস্টিং সিস্টেম (টিবিএস)। আয়োজকরা জানায়, পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীদের নগদ অর্থ প্রদান করা হবে। পাশাপাশি আগামী ৩ অক্টোবর জানিয়ে দেয়া হবে নির্বাচিত বিজয়ীদের একজনের নাম যিনি জাপানে অনুষ্ঠিতব্য ‘ডিজিকন ৬ এশিয়া’ ২০২৫-এর মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

আরও পড়ুন: পাকিস্তানের ক্ষুদে ভ্লগার সিরাজের আয়ে নির্মাণ হলো আধুনিক স্কুল

 

প্রসঙ্গত, ‘ডিজিকন ৬ এশিয়া’ একটি বার্ষিক ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি প্রথমে এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। এরপর এশিয়ার বিভিন্ন দেশের বিজয়ীদের নিয়ে আয়োজন করা হয় প্রতিযোগিতার মূল পর্ব। এশিয়ার প্রতিভাবান ছোট চলচ্চিত্র এবং অ্যানিমেশন নির্মাতাদের উৎসাহিত করা এবং মহাদেশীয় পর্যায়ে তাদের প্রতিভাকে স্বীকৃতি দেয়াই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। 

]]>
সম্পূর্ণ পড়ুন