সেরা অভিনেতার পুরস্কার পেলেন শামীম জামান

১ সপ্তাহে আগে
জনপ্রিয় টেলিভিশন অভিনেতা শামীম জামানের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। এবার তিনি পেলেন বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মারগুব মোরশেদ এবং অভিনেত্রী দিলারা জামান। তাদের হাত থেকেই সম্মাননা গ্রহণ করেন শামীম জামান।

 

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শামীম জামান বলেন,

অভিনয়ের দীর্ঘ পথচলায় এমন স্বীকৃতি অনুপ্রেরণা জোগায়। দর্শক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

আরও পড়ুন: আমার বাবাও শেষ জীবনে এই রোগে আক্রান্ত ছিলেন: চঞ্চল চৌধুরী

 

আয়োজকদের মতে, নাট্যাঙ্গনে ধারাবাহিক অবদান ও অভিনয় দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ বছর শামীম জামানকে এই সম্মাননা দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ওমরা পালনে মক্কায় অভিনেতা মুশফিক আর ফারহান

]]>
সম্পূর্ণ পড়ুন