সেমিফাইনাল হারের পর নিজেদের কিছুটা অ-অস্ট্রেলিয়ান লাগছে অজি অধিনায়কের

৩ সপ্তাহ আগে
অস্ট্রেলিয়া তো, ঠিক পেরে যাবে! আইসিসি ইভেন্টের নকআউটে বা গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে নিয়ে এই ধারণাটা একপ্রকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। বহুবার অস্ট্রেলিয়া পুরুষ ও নারী ক্রিকেট দল তা প্রমাণও করেছে। পুরুষ ও নারীদের দল মিলিয়ে একমাত্র দেশ হিসেবে আইসিসির মেজর টুর্নামেন্টে ২০টির অধিক শিরোপা জিতেছে তারা, অন্য কারো ১০টিও নেই।

অস্ট্রেলিয়া ঠিক পেরে যাবে! এই কথাটা বলা হয় গুরুত্বপূর্ণ সময়ে অজিদের নিখুঁত পারফরম্যান্সের কারণে। কিন্তু গতকাল ভারতের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি তাদের জন্য ছিল ভুলে ভরা। ৩৩৯ রানের লক্ষ্য দিলেও অ্যালিসা হিলিদের হারতে হয়েছে।


ওয়ানডের ইতিহাসে ৩৩৯ বা তার বেশি রান তাড়া করে জয়ের কোনো রেকর্ড ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষেই সেই রেকর্ডটি করল ভারত নারী দল। ‘নিখুঁত’ ট্যাগ নামের সঙ্গে থাকলেও গতকালের ম্যাচটি তাদের জন্য ভুলে যাওয়ার মতো। শেষ ৪টি উইকেট তারা হারায় মাত্র ৭ রানের মধ্যে। এরপর ভারতের ইনিংসেও অস্ট্রেলিয়ানরা একের পর এক সুযোগ হাতছাড়া করেছে।


আরও পড়ুন: ‘তুমি নিজেই একজন অনুপ্রেরণা’— মারুফার উদ্দেশে জেমিমা


অস্ট্রেলিয়ার ফিল্ডাররা অনেকগুলো ক্যাচ ছেড়েছেন। গতকাল ভারতের ম্যাচ জয়ের নায়ক জেমিমাহ রদ্রিগেজ। হিলি নিজেই তার ক্যাচ ছেড়ে দিয়েছিলেন। এমন পারফরম্যান্সের পর নিজেদের কিছুটা অ-অস্ট্রেলিয়ান লাগছে বলে মন্তব্য করেছেন তিনি। হিলি বলেন, ‘হতাশাজনক। কিছুটা অ-অস্ট্রেলিয়ান মনে হচ্ছে, সাধারণত তো আমরা ক্লিনিক্যাল থাকি। এই বিশ্বকাপে আমরা কতটা ভালো খেলেছি, এখানে বসে কিছুটা হতাশা লাগছে।’


হিলি যোগ করেন, ‘টস জিতে প্রথমে ব্যাট করার পর আমার মনে হয় আমরা আরও কিছুটা ভালো করতে পারতাম। হ্যাঁ, আমার মনে হয় অর্ধেক পথ পাড়ি দেওয়ার পর আমরা ভেবেছিলাম আমরা ঠিকঠাক কাজ করেছি। আমরা ভেবেছিলাম বল নিয়ে আমাদের এখনও বেশ বড় কাজ বাকি আছে... সম্ভবত আমরা যে সুযোগগুলো তৈরি করেছি তা কাজে লাগাতে পারিনি।’

]]>
সম্পূর্ণ পড়ুন