সেপ্টেম্বরে ডিএমপি সদস্যদের তৎপরতায় গ্রেফতার ৩৮৮১ আসামি

২ দিন আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎপরতায় সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৯৩১ মামলায় মোট ৩ হাজার ৮৮১ জন আসামি গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএমপি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।  

 

এতে আরও জানানো হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ দমনে এবং ট্রাফিক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে সেপ্টেম্বর মাসে মোট ২৫৭টি মামলা নিষ্পত্তি করেছে। এছাড়া ৩ হাজার ১৪৫ জন আসামির বিরুদ্ধে পরোয়ানা/সমন জারি করা হয়েছে। আর অর্থদণ্ড করা হয়েছে মোট ৩ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

 

মামলার মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে। এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন বলে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়। 

 

আরও পড়ুন: অবশেষে দুদকের ঘুষ বাণিজ্য মামলায় গ্রেফতার হলেন কাস্টমস কর্মকর্তা শামিমা

]]>
সম্পূর্ণ পড়ুন