জেলে আব্দুল গনি বলেন, ‘ধরা পড়া বিশাল এই কালো পোয়াটির দাম ধরা হয়েছে ১০ লাখ টাকা। তবে দ্বীপের স্থানীয় মাছ ব্যবসায়ী নুর আহম্মদ মাছটি সাত লাখ টাকায় কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। এখনো মাছটি বিক্রি হয়নি। দাম বাড়ালে তখন মাছটি বিক্রি করব। রোববার (২৩ নভেম্বর) সকাল পর্যন্ত অপেক্ষা করব কেউ দাম বাড়িয়ে কিনে কিনা, তারপর সিদ্ধান্ত নেব।’
আব্দুল গনি আরও বলেন, ‘কম বা বেশি প্রতিবছরই আমার জালে বড় কালো পোয়া মাছ ধরা পড়ে। আর বেশি দামে তা বিক্রি করে থাকি। গত বছরও ৩৪ কেজি ওজনের কালো পোয়া জালে আটকা পড়েছিল। তখন দ্বীপে হৈ-চৈ শুরু হয়ে গিয়েছিল। তখন ৩৪ কেজি ওজনের কালো পোয়া মাছটি ৮ লাখ টাকায় বিক্রি করে ছিলাম।’
আরও পড়ুন: জালে ধরা বিরল প্রজাতির ‘ব্ল্যাক ডায়মন্ড’, বিক্রি হলো লাখ টাকারও বেশি
এ দিকে স্থানীয়দের দাবি, সেন্টমার্টিন এলাকায় এ ধরনের বড় কালো পোয়া খুব একটা ধরা পড়ে না। আব্দুল গনি গত বছরও অনুরূপ একটি বড় কালো পোয়া ধরে উচ্চমূল্যে বিক্রি করেছিলেন। এ ঘটনায় দ্বীপজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ‘পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে (ফুলা) বলা হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। আর সে কারণেই পোয়া মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।’

১ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·