সেনেগালের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১ দিন আগে
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে তুলতে চলতি বছর আফ্রিকার দুই দেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যার প্রথমটি সেনেগালের বিপক্ষে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার (১৫ নভেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এ ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে সেলেসাওরা।

ব্রাজিলের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবার অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি সেলেসাওদের। তবে বাছাইপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হেরেছে তারা। অক্টোবরের প্রীতি ম্যাচে এশিয়া সফরে দক্ষিণ কোরিয়াকে হারালেও জাপানের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে হেরেছে ৩-২ গোলে।

 

এর আগে ২০২৩ সালে লিসবনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল। আজকের ম্যাচ কার্লো আনচেলত্তির দলের সামনে বলিভিয়া ও জাপানের বিপক্ষে হারের ধাক্কা সামলে ওঠার লড়াই।

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে নিয়ে বাংলাদেশ ম্যাচের দল ঘোষণা ভারতের 

 

তেরেঙ্গানাসদের বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে সেলেসাওদের শুরুর একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন ম্যানসিটি ছেড়ে তুরস্কে যাওয়া গোলরক্ষক এদেরসন মোরালেস। রক্ষণভাগের দায়িত্বে আছেন এদের মিলিতাও, মার্কুনিয়োস , গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও অ্যালেক্স সান্দ্রো। মিডফিল্ড সামলাবেন ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেজ। দুই উইঙ্গে থাকবেন রদ্রিগো ও এস্তেভাও উইলিয়ান। ফরোয়ার্ড সামলাবেন ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়াস জুনিয়র। 

 

ব্রাজিলের শুরুর একাদশ: এদেরসন মোরালেস, এদের মিলিতাও, মার্কুনিয়োস , গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেজ, ম্যাথিউস কুনিয়া, রদ্রিগো, এস্তোভাও উইলিয়ান, ভিনিসিয়াস জুনিয়র।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন